প্রশাসন অধিশাখা

প্রশাসন শাখা
  1. বিভাগ ও বিভিন্ন সংস্থায় জনপ্রশাসন থেকে পদায়নকৃত কর্মকর্তা/কর্মচারীদের নিয়োগ/বদলী/পদায়ন/ প্রেষণ/কর্মবণ্টন;
  2. কর্মকর্তা/কর্মচারীদের ব্যক্তিগত নথি, চাকুরি বহি সংরক্ষণ;
  3. বার্ষিক/বিশেষ গোপনীয় অনুবেদন (ACR) সংরক্ষণ;
  4. বিভাগের সাংগঠনিক কাঠামো প্রণয়ন ও সংশোধন;
  5. মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী মহোদয়ের দপ্তরের কার্যাবলী সম্পর্কিত;
  6. অভ্যন্তরীণ/বৈদেশিক প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলী;
  7. অভ্যন্তরীণ/বৈদেশিক বিভিন্ন সভা/সেমিনার/প্রশিক্ষণ/কমিটি ইত্যাদিতে প্রতিনিধি মনোনয়ন;
  8. কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় মামলা-মোকদ্দমা/তদন্ত সংক্রান্ত কার্যক্রম;
  9. সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার/কর্মশালা আয়োজন সংক্রান্ত;
  10. কর্তৃপক্ষের নির্দেশে প্রদত্ত অন্যান্য কার্যাবলী।
লাইব্রেরি ও গবেষণা শাখা
  1. লাইব্রেরি ব্যবস্থাপনা।
  2. বই ক্রয়/সংগ্রহ/সংরক্ষণ।
  3. দৈনিক/মাসিক পত্রিকা/ম্যাগাজিন/প্রকাশনা ব্যবস্থাপনা।
  4. জাতীয়/আন্তর্জাতিক জার্নাল/গবেষণাপত্র/প্রকাশনা ইত্যাদি ব্যবস্থাপনা।
  5. আইসিটি বিভাগের অভ্যন্তরীণ গবেষণা কার্যক্রম সার্বিক সমন্বয় সাধন এবং গবেষণা প্রতিবেদনসমূহ সংরক্ষণ করা।
  6. দেশে/বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সভা/সেমিনার/কর্মশালা/প্রশিক্ষণ ইত্যাদি-তে অংশগ্রহণান্তে কর্মকর্তা/কর্মচারীগণ কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন ব্যবস্থাপনা।
  7. বার্ষিক প্রতিবেদন প্রণয়ন।
  8. তথ্য অধিকার আইনের আওতায় গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও সমন্বয়।
  9. ফ্রন্ট-ডেস্ক ব্যবস্থাপনা।
  10. কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য কার্যাদি।
জাতীয় সংসদ ও আন্তঃমন্ত্রণালয় শাখা
  1. জাতীয় সংসদের প্রশ্নোত্তর প্রেরণ সংক্রান্ত কার্যক্রম;
  2. জাতীয় সংসদ/সংসদীয় স্থায়ী কমিটি সংক্রান্ত কার্যাবলী;
  3. কাউন্সিল অফিসার হিসেবে দায়িত্ব পালন;
  4. বিভিন্ন পদক ও পুরষ্কারের জন্য মনোনয়ন প্রদান;
  5. জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস উদযাপন;
  6. প্রধানমন্ত্রীর কার্যালয়/মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে মাসিক প্রতিবেদন প্রেরণ;
  7. বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ হতে চাহিত তথ্যাদি প্রেরণ;
  8. মাসিক সমন্বয় সভা সংক্রান্ত কার্যক্রম;
  9. সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার/কর্মশালা আয়োজন সংক্রান্ত;
  10. কর্তৃপক্ষের নির্দেশে প্রদত্ত অন্যান্য কার্যাবলী।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন