তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ এপ্রিল ২০১৬

ন্যাশনাল হ্যাকাথন ২০১৬


প্রকাশন তারিখ : 2016-04-10

রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ৬ ও ৭ এপ্রিল অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেন ৩৭০ দলের প্রায় দুই হাজার প্রতিযোগী।

শেষ দিন হ্যাকাথনের ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে টানা ৩৬ ঘণ্টার এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১০টি বিভাগে ১০ দলকে সেরা ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ।

পুরস্কার হিসেবে আইসিটি বিভাগের পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয় রানারআপসহ সব বিজয়ীকে ১০ লাখ টাকা দেওয়া হয়। হ্যাকাথনের সহযোগী মোবাইল ফোন সংযোগদাতা বাংলালিংক চ্যাম্পিয়ন দলগুলোকে ৫০ হাজার টাকা করে দিয়েছে। প্রথম রানারআপ দলগুলোকে ট্যাবলেট কম্পিউটার দেয় বাংলালিংক। বিজয়ী দলগুলোকে ৮০ হাজার মার্কিন ডলার মূল্যমানের ফেসবুক স্টার্ট সুবিধা দেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। পাঁচ মাসের ইন্টারনেট সংযোগ সুবিধাসহ ১০ চ্যাম্পিয়ন দলকে মডেম দিয়েছে ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি।